শুক্রবার ২৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | এক সপ্তাহ পরেই ফের শুরু হচ্ছে আইপিএল, ভারত-পাক উত্তেজনার মাঝেই নয়া ঘোষণা বিসিসিআইয়ের

Kaushik Roy | ০৯ মে ২০২৫ ২২ : ০৬Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: ভারত এবং পাকিস্তানের যুদ্ধ আবহের মধ্যেই আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। তবে শুক্রবার দুপুরে বোর্ড এক বিবৃতিতে জানায়, এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হবে আইপিএল। তারপর বাকি অংশ শুরু হয়ে যাবে। কিন্তু এক সপ্তাহের মধ্যে যে ম্যাচগুলো ছিল সেই শূন্যস্থান কীভাবে পূরণ হবে তা এখনও জানানো হয়নি। ফাইনালের তারিখ পিছিয়ে যাবে নাকি এক এক দিনে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে তা নিয়ে বৈঠক করা হবে আইপিএল কর্তৃপক্ষের তরফে।

সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএলের গভর্নিং কাউন্সিলের তরফে জানানো হয়েছে, সমস্ত ফ্র্যাঞ্চাইজি, সম্প্রচারকারী, স্পনসর ও সমর্থকদের মতামত এবং উদ্বেগ বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি তাঁদের খেলোয়াড়দের উদ্বেগ এবং সমর্থকদের মনোভাব সম্পর্কে জানিয়েছে গভর্নিং কাউন্সিলকে। যা মূল্যায়ন করে তবেই সিদ্ধান্তে এসেছে বোর্ড।

বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ক্রিকেট আমাদের কাছে আবেগ হলেও দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তার চেয়ে বড় কিছু হতে পারে না। বিসিসিআই সবসময় দেশের পাশে আছে এবং ভবিষ্যতেও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে’। ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই এক বিবৃতিতে ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারতীয় সেনাদের সাহসিকতা, দায়িত্ববোধকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে। এও জানানো হয়েছে, আগামী দিনে পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ফ্র্যাঞ্চাইজি গুলির সঙ্গে আলোচনার পর নতুন সূচি ও ভেন্যু জানানো হবে।


IPL 2025 suspendedBCCI announcement IPL 2025TATA IPL 2025 update

নানান খবর

সোশ্যাল মিডিয়া